Posted in Uncategorized

এন্ড্রয়েড প্যাটার্ন লক বা পাসওয়ার্ড মনে পরছেনা তাহলে দেখুন!!

​কেমন আছেন সবাই আমারা এখন প্রাই

সবাই এন্ড্রয়েড চালাই কিন্তু সমস্যা হল

মাঝে মাঝে লক ভুলে যাই বা কেউ শয়তানি

করে দিয়ে দেয় আপনি ও কি প্যটার্ন লক

ভূলে যাওয়ার কারণে ডিভাইসে এক্সেস

করতে সমস্যা হচ্ছে? আপনার জন্যে ২টি

সমাধান

সমাধান-১ : এ কাজের জন্যে অবশ্যই

সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড

থাকতে হবে

*প্যটার্ণটি অনুমাণ করে অন্তত: ৫বার

ইনপুট করুণ। এরপর একটি অপশন আসবে,

“Forgot Pattern”? এটাতে ট্যাপ করুণ।

*ট্যাপ করার পর আপনার গুগল একাউন্ট

অর্থাৎ জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড

চাইবে। ঠিকঠিক মতো ইনপুট করুণ।

*সফলভাবে জি-মেইল আই.ডিতে লগইন

করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক

দিতে বলা হবে। নতুন প্যটার্ণ একটিভ

করুণ এবং এবারে অবশ্যই সহজে মনে থাকে

এমন কোন প্যাটার্ণ ড্র করুণ।

সমাধান-২: ইন্টারনেট কাণেকশন

প্রয়োজন নেই বার বার ভুল প্যাটার্ণ

ড্র করার ফলে অনেক সময় ছোট বাচ্চা

অথবা বন্ধুদের কারণেও ডিভাইস লকড

হয়ে যেতে পারে। এ সময়ে ডিভাসে

ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া গত্যন্তর

থাকে না। এসময় হাতে ফ্যক্টরী রিষ্টোর

করতে হয়। জেনে নিন কিভাবে সিষ্টেম

হার্ড রিসেট করবেন

*প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার

ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে, যাতে

প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না

যায়।

*ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময়

Volume up & Down+power button

একসাথে প্রেস করে সেট অন করুণ। এটা

আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে

রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা

ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো

কিছু কম্বিনেশন কাজ

করতে পারে সেগুলো হলো: ১। Volume

Down + Volume Up + Power button.

২। Volume Down + Power button.

৩। Volume Up + Power button.

৪। Volume Up + Home + Power

button.

৫। Volume Up + Camera button.

৬। Home + Camera button.

৭। Home + Power button

আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি

কম্বিনেশন কাজ করবেই: কম্বিনেশন দিয়ে

ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ

যাবেন

* “Wipe Data / Factory Reset”

সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম আপ

ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে

হবে।

*এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে

‘ইয়েস’ সিলেক্ট করুণ। সিলেক্ট করার

জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/হোম

বাটন কাজ করতে পারে

*সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন

অপেক্ষা করুণ। এ সম্পর্কিত লেখা আগে

কেউ লিখে থাকতে পারেন, তবুও লিখলাম

কারন সবাই জানে না ।

Posted in Uncategorized

ওয়াইফাই এর গতি বাড়িয়ে নিন কিছু উপায়ে

​স্পিড যদি মন মতো না পাওয়া যায় তাহলে ওয়াইফাই থেকে লাভ কী? ওয়াইফাইয়ের গতি কমে যাওয়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। তবে কিছু পদ্ধতি ব্যবহার করে বাড়িয়ে নিতে পারেন আপনার বাসা বা অফিসের ওয়াইফাইয়ের গতি।

রাউটার রাখার স্থান : ওয়াইফাই ব্যবহার করার জন্য উন্নতমানের রাউটার ব্যবহার করার বিকল্প নেই। তবে রাউটারের সাথে রাউটার রাখার স্থান হতে হবে উপযুক্ত। যতো উঁচুতে রাখা যায় তত রেডিও ওয়েভ পরিধি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া যায়।

তরঙ্গ যেন বাধাগ্রস্ত না হয়: রাউটার যেখানে রাখা হয় সেখানের সামনে যদি কোনো ইটের স্তূপ থাকে তাহলে ওয়াইফাই তরঙ্গ বাধাগ্রস্ত হয়। বাড়ির বেজমেন্টে কখনো রাউটার রাখা যাবে না। এতে ওয়াইফাইয়ের গতি কমে যায়।

রাউটারের ক্ষমতার কাছাকাছি ইন্টারনেট ব্যবহার করুন: রাউটারের ওয়াইফাই সেবা দেয়ার নির্দিষ্ট একটি পরিধি থাকে। এছাড়াও রাউটার থেকে যত দূরে যাওয়া হবে তত রাউটারের গতি কমবে। রাউটার থেকে ওয়াইফাই সিগন্যাল ৩৬০ ডিগ্রি পরিধিতে ছড়িয়ে পড়ে। বাড়ির মধ্যস্থলে রাউটার বসালে চারিদিকে ভালো গতি পাওয়া যাবে। এছাড়া রাউটারের গতি বাড়ানোর জন্য এক্সটেন্ডার বা রিপিটার ব্যবহার করা যেতে পারে।

মাইক্রোওয়েভ ওভেন ওয়াইফাইয়ের গতি রোধ করে : ওভেন ওয়াইফাইয়ের গতির ওপর প্রভাব ফেলে। মাইক্রোওয়েভ ওভেন ফ্রিকোয়েন্সি ওয়াইফাই ফ্রিকোয়েন্সিকে অনেক সময় ওভারল্যাপ করে। ফলে রাউটারের গতি কমে যায়। তাই ওভেন থেকে রাউটার দূরে রাখা উত্তম।

দিতে হবে জটিল পাসওয়ার্ড : ওপেন নেটওয়ার্ক ব্যবহার করার ফলে যদি ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পায় তাহলে রাউটারের গতি কমে যায়। তাই জটিল পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাই ব্যবহার করতে হবে। তাহলে স্পিড পাওয়া যাবে মন মতো।

বড় ফাইল ডাউনলোডে সতর্কতা : পিসিতে বা ল্যাপটপে বড় ফাইল ডাউনলোডের সময় ওয়াইফাইয়ের গতি কমে যায়। বড় ফাইল ডাউনলোডের সময় অন্যান্য ডিভাইসগুলো গতি পায় না। তাই যখন ব্যবহারকারীর সংখ্যা কম থাকে, তখন বড় ফাইল ডাউনলোড করা উত্তম।

রাউটারের আসে পাশে কমাতে হবে মানুষের উপস্থিতি: মানুষের শরীর রেডিও তরঙ্গের গতি রোধ করে। রাউটারের আসে পাশে বেশি মানুষ থাকলে রাউটারের গতি বাধাগ্রস্ত হয়। তাই রাউটারকে নির্বিঘ্নে ওয়াইফাই সেবা দেয়ার জন্য রাউটারকে ঘিরে মানুষ না থাকাই উত্তম।

Posted in ইউটিউব

ইউটিউব ব্যবহারের ৬টি গোপন এবং গুরুত্বপূর্ণ কৌশল জেনে নিন

ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। আর এটি ব্যবহারের কিছু কৌশল রয়েছে, যা অনেক পুরনো ব্যবহারকারীও জানেন না। এ লেখায় থাকছে তেমন কিছু কৌশল। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

Continue reading “ইউটিউব ব্যবহারের ৬টি গোপন এবং গুরুত্বপূর্ণ কৌশল জেনে নিন”

Posted in Uncategorized

☞ এন্ড্রয়েড ফোনের চার্জ ধরে রাখার ৮টি কার্যকরী টিপস। ১০০% সকলের কাজে লাগবে !

ব্যাটারির চার্জ সাশ্রয়ের জন্য বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনও রয়েছে। তবে এর বাইরেও স্মার্টফোন ব্যবহারের কিছু নিয়ম আছে, যেগুলো মেনে চললে কিছুটা সাশ্রয় করতে পারবেন ব্যাটারির চার্জ। এসব পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে। Continue reading “☞ এন্ড্রয়েড ফোনের চার্জ ধরে রাখার ৮টি কার্যকরী টিপস। ১০০% সকলের কাজে লাগবে !”

Posted in Uncategorized

☞ আপনার সিম কি Block হয়ে আছে। Open করলেই Pin কোড চায়। এই সমস্যার সমাধান নিন।

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালো আছেন।

তো কথা না বারিয়ে মুল পোষ্টে চলে যাই।

আপনার sim কি block হয়ে আছে? খুলতে পারছেন না? খুলতে গেলেই password চায়? Continue reading “☞ আপনার সিম কি Block হয়ে আছে। Open করলেই Pin কোড চায়। এই সমস্যার সমাধান নিন।”